ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পায়রা বন্দরে ধারাবাহিকভাবে পণ্য খালাস করবে মেঘনা গ্রুপ

  • বি.এম.মুহাইমিনুল
  • আপডেট সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ১০৩ খবরটি দেখা হয়েছে

ওপিসি ক্লিংকার ও লাইম স্টোনবাহী মাদার ভেসেল এমভি মেঘনা হারমনি পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে নোঙর করেছে। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের এ জাহাজটি প্রথমবারের মতো পণ্য খালাশের জন্য পায়রা বন্দরে এসেছে। জাহাজটি গত ৯ ডিসেম্বর ভোরে ৪৩,৭০০ মে.টন ওপিসি ক্লিংকার ও ১০,১০০ মে.টন লাইমস্টোন নিয়ে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে আসে। আউটার এ্যাংকোরেজে ১৬,০০০ মে.টন কার্গো লাইটার করার পর ৩৭,৮০০ মে.টন কার্গো নিয়ে জাহাজটি বুধবার মধ্য রাতে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌছায়। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের ইনার এ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করেন। মেঘনা গ্রুপের আরো একটি জাহাজ ৬০,৫০০ মে.টন লাইমস্টোন নিয়ে বৃহস্পতিবার রাতে পায়রা বন্দরে পৌছাবে। এছাড়াও একই গ্রুপের আরও ৫টি জাহাজের এলসি প্রক্রিয়াধীন রয়েছে যা পায়রা বন্দরে পণ্য খালাস করবে। ক্যাপিটাল ড্রেজিংয়ের পর এর মাধ্যমে পায়রা বন্দরে আরও একটি মাইল ফলক উন্মোচিত হলো বলে মন্তব্য করেছেন বন্দর চেয়ারম্যান।

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পায়রা বন্দরে ধারাবাহিকভাবে পণ্য খালাস করবে মেঘনা গ্রুপ

আপডেট সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

ওপিসি ক্লিংকার ও লাইম স্টোনবাহী মাদার ভেসেল এমভি মেঘনা হারমনি পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে নোঙর করেছে। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের এ জাহাজটি প্রথমবারের মতো পণ্য খালাশের জন্য পায়রা বন্দরে এসেছে। জাহাজটি গত ৯ ডিসেম্বর ভোরে ৪৩,৭০০ মে.টন ওপিসি ক্লিংকার ও ১০,১০০ মে.টন লাইমস্টোন নিয়ে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে আসে। আউটার এ্যাংকোরেজে ১৬,০০০ মে.টন কার্গো লাইটার করার পর ৩৭,৮০০ মে.টন কার্গো নিয়ে জাহাজটি বুধবার মধ্য রাতে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌছায়। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের ইনার এ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করেন। মেঘনা গ্রুপের আরো একটি জাহাজ ৬০,৫০০ মে.টন লাইমস্টোন নিয়ে বৃহস্পতিবার রাতে পায়রা বন্দরে পৌছাবে। এছাড়াও একই গ্রুপের আরও ৫টি জাহাজের এলসি প্রক্রিয়াধীন রয়েছে যা পায়রা বন্দরে পণ্য খালাস করবে। ক্যাপিটাল ড্রেজিংয়ের পর এর মাধ্যমে পায়রা বন্দরে আরও একটি মাইল ফলক উন্মোচিত হলো বলে মন্তব্য করেছেন বন্দর চেয়ারম্যান।