জেলায় আগামী ১২ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ২ লক্ষ ৭৬ হাজার ২৭৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সি ৩২ হাজার ৯৯৭ জন শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লক্ষ ৪৩ হাজার ২৮০ জন শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভায় জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান এ তথ্য জানান।
সিভিল সার্জন আরো জানান, শিশুদের অপুষ্টি নিরাময় অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। তাই এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার মোট ১হাজার ৬৯০ টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
তিনি জানান, এ কর্মসূচি বাস্তবায়নে ২৬৮ জন স্বাস্থ্য সহকারি, ১৯০ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২১২ জন সিএসইচসিপি ও ২ হাজার ৭০৮ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবে।এ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চলছে বলে জানান তিনি।
এ সময় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোঃ মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, স্থানীয় দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকত হোসেন, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু বক্তব্য রাখেন।
ভোলায় ২ লক্ষ ৭৬ হাজার ২৭৭ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে
- স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- ১২৬ খবরটি দেখা হয়েছে
জনপ্রিয়