তোমাকে আমি দেখেছি প্রথম যেদিন,
ভূলতে পারিনি কিছুতে সেদিন।
তোমার দিকে তাকিয়ে ছিলাম,
ভালোবেসে মনটা দিলাম।
এই দেহে প্রানটা থাকবে যতদিন,
এই মন তোমাকে ভালবাসবে ততদিন।
তোমাকে আমি দেখেছি প্রথম যেদিন,
ভূলতে পারিনি কিছুতে সেদিন।
তোমার দিকে তাকিয়ে ছিলাম,
ভালোবেসে মনটা দিলাম।
এই দেহে প্রানটা থাকবে যতদিন,
এই মন তোমাকে ভালবাসবে ততদিন।