দাকোপ উপজেলায় তিলডাংগা ইউনিয়নে বিভিন্ন এলাকায় আাসন্ন জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে বতর্মান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা উল্লেখ করে গণসংযোগ করছেন। ২১ শে জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০ টা খেকে শুরু করে দিন ভর তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া বাজার, মোজামনগর বাজার, গড় খালী পল্লী মঙ্গল, তিলডাংগা কাছারি পাডা এলাকায় বতমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে গণসংযোগ করছেন। খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডলের দিন ভর গনসংযোগে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের
সাবেক সাধারণ সম্পাদক আসিত বরণ সাহা, সাবেক আওয়ামী লীগ নেতা এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সঞ্জয় কুমার মোড়ল, ইউপিচেয়ারম্যান গাজী জালাল উদ্দীন, , সাবেক চেয়ার ম্যান সমরেশ রায়, দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়, গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল, বিধানঘোষ,গাজী সরোয়ার হোসেন,অমিত সাহা, শাহাবুদ্দিন মোল্লা,ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল ,নিমাই মন্ডল, মিহির রায়,দেবদাসরায়,পরিতোষ রায়,দিপংকর বৈদ্য, মুরারীমোহন থান্দার, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়,প্রসেনজিৎ রায়,মুরারীমোহন থান্দার, এ্যাডঃদেবপ্রসাদ বৈদ্য,আধ্যাপক রঞ্জন রায়,অচিন্ত্য সাহা,অংগদ বাইন,বিশ্বজিৎ রায়,, দূর্গপদরায় ,প্রভাষরায়, নিহার রায়,সুধাংশু বৈদ্য,সমরেশ রায়, তাপস হালদার,মলিনাজোয়াদার, ,অধ্যাপক অমুল্যবাছাড় ষুগোল ঘরসমী,, সুকৃতি রায়,সুরঞ্জন রায়,সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার দেবান্দ মন্ডল ,প্রমুখ।