ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

র‍্যাংকিংয়ে তাইজুল-অশ্বিনের এত বৈষম্য কেন..??

  • ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ৬৬ খবরটি দেখা হয়েছে

শেষ ১১ টেস্টে রবিচন্দ্রন অশ্বিন শিকার করেছেন ৩৭ উইকেট। তাইজুল ইসলাম নিয়েছেন ৫৭ উইকেট। তাইজুল ৫ উইকেট নিয়েছেন ৪ বার। অশ্বিন নিয়েছেন ২বার। ১১ টেস্টের মধ্যে অশ্বিন দেশের বাইরে খেলেছেন ৫টি, তার মধ্যে আবার বাংলাদেশ সাথে ২ টেস্ট খেলেছেন বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটে। দেশের বাইরে ৫ টেস্টে অশ্বিন নিয়েছেন ১০ উইকেট।

তাইজুল ১১ টেস্টের মধ্যে দেশের বাইরে খেলেছেন ৩ টি। উইকেট নিয়েছেন ১৭টি। এর মধ্যে অশ্বিনের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আর তাইজুলের প্রতিপক্ষ ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা, ১টি করে ছিল ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড।

অশ্বিন যেমন কোয়ালিটি টিমের সাথে খেলেছে, আবার ২টি টেস্ট খেলেছে দুর্বল বাংলাদেশের সাথে। তাইজুলও কোয়ালিটি টিমের সাথে খেলেছে আবার ১টি করে টেস্ট খেলেছে দুর্বল আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সাথে। যদিও ওয়েস্ট ইন্ডিজের র‍্যাংকিং বাংলাদেশের চেয়ে ভালো।

প্রতিপক্ষের বিচারে তাইজুল আর অশ্বিনের আহামরি পার্থক্য নেই, সমান টেস্টে আবার তাইজুল উইকেট বেশি নিয়েছেন ২০টি। দেশের বাইরেও তাইজুলের রেকর্ড ভালো অশ্বিনের চেয়ে। তারপরেও অশ্বিন টেস্ট র‍্যাংকিংয়ের ১ নাম্বার বোলার, আর তাইজুলের র‍্যাংকিং ২১।

ট্যাগ :

র‍্যাংকিংয়ে তাইজুল-অশ্বিনের এত বৈষম্য কেন..??

আপডেট সময় : ০৩:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

শেষ ১১ টেস্টে রবিচন্দ্রন অশ্বিন শিকার করেছেন ৩৭ উইকেট। তাইজুল ইসলাম নিয়েছেন ৫৭ উইকেট। তাইজুল ৫ উইকেট নিয়েছেন ৪ বার। অশ্বিন নিয়েছেন ২বার। ১১ টেস্টের মধ্যে অশ্বিন দেশের বাইরে খেলেছেন ৫টি, তার মধ্যে আবার বাংলাদেশ সাথে ২ টেস্ট খেলেছেন বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটে। দেশের বাইরে ৫ টেস্টে অশ্বিন নিয়েছেন ১০ উইকেট।

তাইজুল ১১ টেস্টের মধ্যে দেশের বাইরে খেলেছেন ৩ টি। উইকেট নিয়েছেন ১৭টি। এর মধ্যে অশ্বিনের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আর তাইজুলের প্রতিপক্ষ ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা, ১টি করে ছিল ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড।

অশ্বিন যেমন কোয়ালিটি টিমের সাথে খেলেছে, আবার ২টি টেস্ট খেলেছে দুর্বল বাংলাদেশের সাথে। তাইজুলও কোয়ালিটি টিমের সাথে খেলেছে আবার ১টি করে টেস্ট খেলেছে দুর্বল আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সাথে। যদিও ওয়েস্ট ইন্ডিজের র‍্যাংকিং বাংলাদেশের চেয়ে ভালো।

প্রতিপক্ষের বিচারে তাইজুল আর অশ্বিনের আহামরি পার্থক্য নেই, সমান টেস্টে আবার তাইজুল উইকেট বেশি নিয়েছেন ২০টি। দেশের বাইরেও তাইজুলের রেকর্ড ভালো অশ্বিনের চেয়ে। তারপরেও অশ্বিন টেস্ট র‍্যাংকিংয়ের ১ নাম্বার বোলার, আর তাইজুলের র‍্যাংকিং ২১।