ভোলার বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগের নেতা ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভগ্নিপতি এবং ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের পিতা বীর মুক্তিযুদ্ধা মরহুম মোহাম্মদ আসাদুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই বুধবার বাদ যোহর ভোলা উকিল পাড়া গোরস্তান মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, মরহুম আসাদুজ্জামানের ৩য় সন্তান মোহাম্মদ আশরাফুজ্জামান রাজিব, ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন দুলাল সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কায়ে সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।