ভোলা উপজেলা সদরে আজ মাসব্যাপী শিশুমেলা ও পণ্য প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ। জেলা পরিষদ ড্রিমল্যান্ড শিশুপার্ক আয়োজিত পার্ক চত্ত¦রে মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, স্থানীয় আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।
আয়োজকরা জানান, এবারের মেলায় মোট ৪০টি স্টল থাকছে। এছাড়া শিশুদের জন্য ড্রাগন, রেলগাড়ি, নাগরদোলাসহ মোট ১২টি রাইডস রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
ভোলায় আজ মাসব্যাপী শিশুমেলা ও পণ্য প্রদর্শনী উদ্বোধন
- স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- ৮২ খবরটি দেখা হয়েছে