দাকোপ থানা পুলিশ সূত্রে জানা যায়, দাকোপ থানা অফিসার ইনচার্য উজ্জ্বল দত্তের দিক নির্দেশনায় এস আই নূর মোহাম্মদ শাহিদ, এস আই মলয় ও এ এস আই গৌতম চন্দ্র মন্ডল এর পরিচালনায়
পুলিশ ফোর্স নিয়ে বুধবার রাত আনুমানিক ৮.৩০মিনিটের দিকে উপজেলার লাউডোব ইউনিয়নের হরিনটানা গ্রামের মৃত শিবপদ রায় এর পুত্র মলিন রায় (৪৮) কে পশ্চিম বাজুয়া হইতে০২ বোতল মদ (কেরু) সহ আটক করেন।
এস আই মলয় এর সাথে কথা হলে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা পশ্চিম বাজুয়া অভিজান পরিচালনা করি এবং ০২ বোতল মদ (কেরু) সহ মলিনকে আটক করি।
এ ঘটনায় এস আই নূর মোহম্মদ শাহিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানায়, মাদকের বিরুদ্ধে অভিজান চলমান আছে এবং থাকবে, দাকোপকে মাদক মুক্ত করবো।