ক্যান্সার আক্রান্ত ফয়সাল বাঁচতে চায়। কিন্তু চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এতো টাকা কোথায় পাবে, সে চিন্তায় অসুস্থ শরীর নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। কোনো উপায় না পেয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ফয়সাল।
বরিশালের ৩ নং ওয়ার্ডের গাউয়াসার সুন্নিয়া মসজিদ সড়কের বাসিন্দা মোঃ ফয়সাল হাওলাদার একজন মুদি ব্যবসায়ী ছিলেন। ছোট একটি দোকান দিয়ে যা আয় হতো চা দিয়েই চলতো তাদের সংসার। একপর্যায়ে প্যারালাইসিস আক্রান্ত হয়ে পড়েন বাবা। তার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে যায়। এরই মধ্যে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় ফয়সালের। পড়ে যান অভাব অনটনে। কোনোভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছিল সংসার। ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। জানতে পারলেন- তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকা ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন।
ফয়সাল বলেন, একদিকে আয়ের পথ বন্ধ অন্যদিকে নিজের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এই বিপদের মুহূর্তে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি, যাতে করে সুন্দর এই পৃথিবীতে আরো কিছু দিন বেঁচে থাকতে পরি।
সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ ফয়সাল হাওলাদার, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, পোট রোড, বরিশাল।
একাউন্ট নং- 1121009143191 (বিকাশ নাম্বার- 01712294133)