ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছেন রাফসান শাবাব

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • ৫৯ খবরটি দেখা হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) হাসাতে আসছেন রাফসান শাবাব। জীবনানন্দ দাশ কনফারেন্স হলে রোববার (২৩ জুলাই) বিকেল ৪টায় পারফর্ম করবেন তিনি।

বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানদের নিয়ে বরিশালে এই প্রথম আয়োজন করা হচ্ছে লাইভ স্ট্যান্ড আপ কমেডি শো ‘লেটস লাফ বরিশাল’। এই ইভেন্টটিতে রাফসান শাবাব ছাড়াও পারফর্ম করবেন অনিক দে অন্তু, অসির ইসমাম, খন্দকার জুবায়ের ও সাকিব মোহাম্মদ তূর্য। এ অনুষ্ঠানের আয়োজক ক্যাম্পাসভিত্তিক রেডিও স্টেশন ‘বিইউ রেডিও’।

এ বিষয়ে বিইউ রেডিওর ইভেন্ট কো-অর্ডিনেটর মো. সাকিব মাহমুদ জানান, বিইউ রেডিও তার জন্মলগ্ন থেকেই ব্যতিক্রমধর্মী আয়োজনের চেষ্টা করে চলেছে। তারই ধারাবাহিকতায় বরিশালবাসীকে নতুন কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য এই আয়োজন।

তিনি আরও জানান, বিইউ রেডিও ক্যাম্পাসভিত্তিক রেডিও স্টেশন হলেও এবারের এই ইভেন্টটি বরিশালের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে এই ইভেন্টটিতে অংশ নিতে হবে।

রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে reg.buradio.org ওয়েবসাইটে। বিস্তারিত তথ্য বিইউ রেডিওর অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/buradio.org থেকে জানা যাবে।

ট্যাগ :
জনপ্রিয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছেন রাফসান শাবাব

আপডেট সময় : ০৮:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) হাসাতে আসছেন রাফসান শাবাব। জীবনানন্দ দাশ কনফারেন্স হলে রোববার (২৩ জুলাই) বিকেল ৪টায় পারফর্ম করবেন তিনি।

বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানদের নিয়ে বরিশালে এই প্রথম আয়োজন করা হচ্ছে লাইভ স্ট্যান্ড আপ কমেডি শো ‘লেটস লাফ বরিশাল’। এই ইভেন্টটিতে রাফসান শাবাব ছাড়াও পারফর্ম করবেন অনিক দে অন্তু, অসির ইসমাম, খন্দকার জুবায়ের ও সাকিব মোহাম্মদ তূর্য। এ অনুষ্ঠানের আয়োজক ক্যাম্পাসভিত্তিক রেডিও স্টেশন ‘বিইউ রেডিও’।

এ বিষয়ে বিইউ রেডিওর ইভেন্ট কো-অর্ডিনেটর মো. সাকিব মাহমুদ জানান, বিইউ রেডিও তার জন্মলগ্ন থেকেই ব্যতিক্রমধর্মী আয়োজনের চেষ্টা করে চলেছে। তারই ধারাবাহিকতায় বরিশালবাসীকে নতুন কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য এই আয়োজন।

তিনি আরও জানান, বিইউ রেডিও ক্যাম্পাসভিত্তিক রেডিও স্টেশন হলেও এবারের এই ইভেন্টটি বরিশালের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে এই ইভেন্টটিতে অংশ নিতে হবে।

রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে reg.buradio.org ওয়েবসাইটে। বিস্তারিত তথ্য বিইউ রেডিওর অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/buradio.org থেকে জানা যাবে।