বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দর্শন বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন রিমি।
গত রবিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, শুক্রবার (২৩ জুন) পূর্বাহ্ন থেকে আগামী ৩ বছরের জন্য সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমিকে চেয়ারম্যান এর দায়িত্ব পালনের জন্য এ নির্দেশনা প্রদান করা হলো। তিনি দর্শন বিভাগের বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন।
এ বিষয়ে শাহনাজ পারভীন রিমি বলেন, আমার আগে আরো ২ জন্য সম্মানিত সহকর্মী সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। তাদের এবং আমার অন্যান্য সকল সহকর্মী ভাইবোনদের অভিজ্ঞতা এবং সহযোগীতা নিয়ে সর্বোপরি সকল বিভাগের শিক্ষার্থীদের সহযোগীতার মধ্য দিয়ে এই বিভাগের গৌরবের এবং সাফল্যের যে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো বলে আশাকরি। সর্বোপরি বিভাগের সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।
সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন রিমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ১৭ এপ্রিল ২০১৯ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০২২ সালের ২৯ জুন সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।