ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিভাগে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৬ রোগী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ১০৫ খবরটি দেখা হয়েছে

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১৬ রোগী ভর্তি হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, সোমবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফাতেমা বেগম (৭০) ওই উপজেলার বেতমোড় পশ্চিম রাজপাড়া এলাকার বাসিন্দা।

শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০, ভোলায় তিন, পিরোজপুরে এক ও বরগুনায় একজন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১৬ রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে বর্তমানে ৯৪৫ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৭ রোগী ভর্তি হয়েছে বরিশাল সদরসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন।

এ ছাড়া পিরোজপুর সদর হাসপাতালে ৪৩, বরগুনা জেলা সদর হাসপাতালে ৪১, ভোলা সদর হাসপাতালে ৩৫, পটুয়াখালী পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩৬, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ এবং ঝালকাঠি সদর হাসপাতালে ৫ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে সাত হাজার ৫৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬৩৯ জন।

ট্যাগ :
জনপ্রিয়

বরিশাল বিভাগে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৬ রোগী

আপডেট সময় : ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১৬ রোগী ভর্তি হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, সোমবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফাতেমা বেগম (৭০) ওই উপজেলার বেতমোড় পশ্চিম রাজপাড়া এলাকার বাসিন্দা।

শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০, ভোলায় তিন, পিরোজপুরে এক ও বরগুনায় একজন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১৬ রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে বর্তমানে ৯৪৫ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৭ রোগী ভর্তি হয়েছে বরিশাল সদরসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন।

এ ছাড়া পিরোজপুর সদর হাসপাতালে ৪৩, বরগুনা জেলা সদর হাসপাতালে ৪১, ভোলা সদর হাসপাতালে ৩৫, পটুয়াখালী পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩৬, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ এবং ঝালকাঠি সদর হাসপাতালে ৫ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে সাত হাজার ৫৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬৩৯ জন।