ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল দল ছাড়ছেন সাকিব আল হাসান: বিপিএল

বিপিএলে গত দুই আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি দলটিকে নেতৃত্বও দিয়েছিলেন সাকিব।

২০২২ সালের আসরে ফাইনাল খেললেও গত আসরে বাদ পড়ে যায় এলিমিনেটর রাউন্ড থেকে। সে সময় সাকিবের নিবেদন নিয়েও প্রশ্ন উঠেছিল বরিশাল দলে। ফলে ভাঙন ধরেছে সাকিব-বরিশাল সম্পর্কে।

বিপিএলের গত আসরের এলিমিনেটরে ফর্মে থাকা সাকিব ব্যাটিংয়ে না নেমে আলোচনার জন্ম দেন। সে সময় দলের প্রতি তার নিবেদন নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি ভালোভাবে নেননি টাইগারদের দুই ফরম্যাটের অধিনায়ক। তাই বিপিএলের দশম আসরে আর বরিশালের হয়ে খেলতে আগ্রহী নন তিনি। এমনটাই জানিয়েছে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শনিবার (২৪ জুন) জানান, আগামী সেপ্টেম্বরে হবে বিপিএলের দশম আসরের প্লেয়ার ড্রাফট। এরপর আগামী জাতীয় নির্বাচনের পর মাঠে গড়াবে বিপিএলের আসর।

ইসমাইল মল্লিক বলেন, ‘বিপিএলের সম্ভাব্য সূচি কি হতে পারে তা নিয়ে আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, জাতীয় নির্বাচনের পরপরই যেন আমরা বিপিএলটা শুরু করতে পারি।

পত্র-পত্রিকার মাধ্যমে শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের তারিখটা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। সেক্ষেত্রে ১০ তারিখ বা সুবিধাজনক তারিখ দেব। এটিই আমরা বিপিএলের আগামী মৌসুমের শুরুর তারিখটা ঠিক করেছি।’

বিপিএলে প্রতিটি দল তিনজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। জানা গেছে বরিশালের রিটেইনড খেলোয়াড়দের তালিকায় নেই সাকিবের নাম। তবে কোন তিন ক্রিকেটারকে তারা রেখে দিচ্ছে তা জানা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয়

বরিশাল দল ছাড়ছেন সাকিব আল হাসান: বিপিএল

আপডেট সময় : ০৫:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

বিপিএলে গত দুই আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি দলটিকে নেতৃত্বও দিয়েছিলেন সাকিব।

২০২২ সালের আসরে ফাইনাল খেললেও গত আসরে বাদ পড়ে যায় এলিমিনেটর রাউন্ড থেকে। সে সময় সাকিবের নিবেদন নিয়েও প্রশ্ন উঠেছিল বরিশাল দলে। ফলে ভাঙন ধরেছে সাকিব-বরিশাল সম্পর্কে।

বিপিএলের গত আসরের এলিমিনেটরে ফর্মে থাকা সাকিব ব্যাটিংয়ে না নেমে আলোচনার জন্ম দেন। সে সময় দলের প্রতি তার নিবেদন নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি ভালোভাবে নেননি টাইগারদের দুই ফরম্যাটের অধিনায়ক। তাই বিপিএলের দশম আসরে আর বরিশালের হয়ে খেলতে আগ্রহী নন তিনি। এমনটাই জানিয়েছে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শনিবার (২৪ জুন) জানান, আগামী সেপ্টেম্বরে হবে বিপিএলের দশম আসরের প্লেয়ার ড্রাফট। এরপর আগামী জাতীয় নির্বাচনের পর মাঠে গড়াবে বিপিএলের আসর।

ইসমাইল মল্লিক বলেন, ‘বিপিএলের সম্ভাব্য সূচি কি হতে পারে তা নিয়ে আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, জাতীয় নির্বাচনের পরপরই যেন আমরা বিপিএলটা শুরু করতে পারি।

পত্র-পত্রিকার মাধ্যমে শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের তারিখটা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। সেক্ষেত্রে ১০ তারিখ বা সুবিধাজনক তারিখ দেব। এটিই আমরা বিপিএলের আগামী মৌসুমের শুরুর তারিখটা ঠিক করেছি।’

বিপিএলে প্রতিটি দল তিনজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। জানা গেছে বরিশালের রিটেইনড খেলোয়াড়দের তালিকায় নেই সাকিবের নাম। তবে কোন তিন ক্রিকেটারকে তারা রেখে দিচ্ছে তা জানা যায়নি।