ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

লাগাতার লোডশেডিং ও দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল নগরীসহ জেলায় ২৪ ঘণ্টার মধ্যে ১২-১৮ ঘণ্টায়ই বিদ্যুৎ থাকে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করতে পারলেও দাম বাড়ানো হচ্ছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমান সরকারের লুটপাটের কারণে বিদ্যুৎ খাতের এ খারাপ অবস্থা। তাই অবিলম্বে বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে। তা নাহলে সরকার ও সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তৃতা দেন সংগঠনের জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, নারীনেত্রী ইয়ামিন সুলতানা, সদস্য হাসিব আহমেদ, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি মোহাম্মদ জাবের প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

লাগাতার লোডশেডিং ও দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল নগরীসহ জেলায় ২৪ ঘণ্টার মধ্যে ১২-১৮ ঘণ্টায়ই বিদ্যুৎ থাকে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করতে পারলেও দাম বাড়ানো হচ্ছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমান সরকারের লুটপাটের কারণে বিদ্যুৎ খাতের এ খারাপ অবস্থা। তাই অবিলম্বে বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে। তা নাহলে সরকার ও সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তৃতা দেন সংগঠনের জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, নারীনেত্রী ইয়ামিন সুলতানা, সদস্য হাসিব আহমেদ, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি মোহাম্মদ জাবের প্রমুখ।