ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধ নিহত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ৬৮ খবরটি দেখা হয়েছে

বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া ঝড়ে নদীতে পড়ে এক কিশোর জেলে নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বরিশালে দমকা বাতাসসহ বৃষ্টি হয়। এ সময় একটি যাত্রীবাহী লঞ্চ আংশিক ডুবে যায়। তবে লঞ্চডুবিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, সকাল ৬টা ৫৫ থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। উত্তর-পশ্চিম দিক আসা ঝড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাস থেমে গেলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে। এ সময় ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আকস্মিক ঝড়ে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারী (৭৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন।

চরবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রজিত বিহারী টিনের ঘরে স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা গাছ উপড়ে পড়লে তার মৃত্যু হয়। তবে তার স্ত্রী ও দুই সন্তান অক্ষত রয়েছে।

ট্যাগ :

বরিশালে ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধ নিহত

আপডেট সময় : ১১:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া ঝড়ে নদীতে পড়ে এক কিশোর জেলে নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বরিশালে দমকা বাতাসসহ বৃষ্টি হয়। এ সময় একটি যাত্রীবাহী লঞ্চ আংশিক ডুবে যায়। তবে লঞ্চডুবিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, সকাল ৬টা ৫৫ থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। উত্তর-পশ্চিম দিক আসা ঝড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাস থেমে গেলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে। এ সময় ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আকস্মিক ঝড়ে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারী (৭৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন।

চরবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রজিত বিহারী টিনের ঘরে স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা গাছ উপড়ে পড়লে তার মৃত্যু হয়। তবে তার স্ত্রী ও দুই সন্তান অক্ষত রয়েছে।