ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ৯২ খবরটি দেখা হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় সুপারি ভর্তি একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) ভোর রাতে ঢাকা -বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি বোঝাই একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়।

ভোর আনুমানিক ৪ টায় বামরাইল এলাকায় সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত)ফরিদা ইয়াসমিন এর বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মহাসড়কে গাছ ফেলে ট্রাকটি থামায়। পরে ট্রাকের ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না। উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটায়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

বরিশালে একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৪:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় সুপারি ভর্তি একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) ভোর রাতে ঢাকা -বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি বোঝাই একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়।

ভোর আনুমানিক ৪ টায় বামরাইল এলাকায় সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত)ফরিদা ইয়াসমিন এর বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মহাসড়কে গাছ ফেলে ট্রাকটি থামায়। পরে ট্রাকের ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না। উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটায়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।