ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা ও হালিমা নামের দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে আমুয়া বন্দরে এই ঘটনা ঘটে। ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিরুল ইসলাম ফোরকান সিকদার জানান, আমুয়া জিরো পয়েন্ট সংলগ্ন ভাড়াটিয়া বাসার মো. মাহবুবুর রহমানের দ্বিতীয় শ্রেনিতে পড়ুয়া মেয়ে মাইশা (৮) ও তার ভাই হুমায়ুনের মেয়ে হালিমা আক্তার (৫) দুপুরে বাড়ির পিছনের ডোবায় তলিয়ে যায়।
স্বজনরা তাদের না দেখতে পেয়ে অনেক পরে ডোবায় পানির নিচ থেকে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত্যু ঘোষণা করেন।