ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাথরঘাটায় সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল; সাগরে ভাসছে ১৭ জেলে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৭ খবরটি দেখা হয়েছে

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ১৭ জেলে নিয়ে ‘এফবি মা’ নামে একটি মাছ ধরার ট্রলার ভাসছে।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এফবি মা ট্রলারটি মালিক পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার এলাকার আব্দুস ছালাম দোকানদার। ট্রলারে থাকা জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

ট্রলারের মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘গত শনিবার পাথরঘাটা মৎস্যঘাট থেকে গভীর সমুদ্রে মাছ শিকারের যায় জেলেরা। এরপর মঙ্গলবার হঠাৎ ইঞ্জিনের গিয়ার পিনিয়াম ভেঙে বিকল হয়ে পড়ে। এরপর থেকে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে ট্রলারের মালিক আবুস ছালামকে মোবাইলে এ কথা জানান জেলেরা। এ সময় উদ্ধারের অনুরোধ জানান তারা।’

তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেদের উদ্ধারের উপকূল থেকে ট্রলার পাঠানো যাচ্ছে না। সে জন্য র‍্যাব ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।’

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জাহাঙ্গীর বলেন, ‘আমরা মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে উদ্ধারে টিম পাঠিয়েছি।’

পাথরঘাটায় সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল; সাগরে ভাসছে ১৭ জেলে

আপডেট সময় : ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ১৭ জেলে নিয়ে ‘এফবি মা’ নামে একটি মাছ ধরার ট্রলার ভাসছে।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এফবি মা ট্রলারটি মালিক পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার এলাকার আব্দুস ছালাম দোকানদার। ট্রলারে থাকা জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

ট্রলারের মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘গত শনিবার পাথরঘাটা মৎস্যঘাট থেকে গভীর সমুদ্রে মাছ শিকারের যায় জেলেরা। এরপর মঙ্গলবার হঠাৎ ইঞ্জিনের গিয়ার পিনিয়াম ভেঙে বিকল হয়ে পড়ে। এরপর থেকে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে ট্রলারের মালিক আবুস ছালামকে মোবাইলে এ কথা জানান জেলেরা। এ সময় উদ্ধারের অনুরোধ জানান তারা।’

তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেদের উদ্ধারের উপকূল থেকে ট্রলার পাঠানো যাচ্ছে না। সে জন্য র‍্যাব ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।’

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জাহাঙ্গীর বলেন, ‘আমরা মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে উদ্ধারে টিম পাঠিয়েছি।’