ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ ফৌজদারি মামলায় ক্ষমা পেল সুচি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ৯২ খবরটি দেখা হয়েছে

মিয়ানমারে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সুচিকে পাঁচ ফৌজদারি মামলায় ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরো ১৪টি মামলা রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে।
বুদ্ধিস্ট লেন্ট ডে উপলক্ষে সাত হাজারেরও বেশি বন্দীকে ক্ষমা করার অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়েছে।
সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যান সুচি কে ক্ষমা করেন।
সুচি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। বেশ কিছু অভিযোগের কারনে তার ৩৩ বছরের কারাদন্ড হয়েছে।
আইনী সূত্রে বলা হয়েছে, পাঁচটি মামলায় তাকে ক্ষমা করা হলেও আরো ১৪টি মামলা তার রিরুদ্ধে রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।
উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি সংঘাতপূর্ণ হয়ে ওঠে। এর ফলে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

ট্যাগ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

পাঁচ ফৌজদারি মামলায় ক্ষমা পেল সুচি

আপডেট সময় : ১০:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

মিয়ানমারে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সুচিকে পাঁচ ফৌজদারি মামলায় ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরো ১৪টি মামলা রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে।
বুদ্ধিস্ট লেন্ট ডে উপলক্ষে সাত হাজারেরও বেশি বন্দীকে ক্ষমা করার অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়েছে।
সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যান সুচি কে ক্ষমা করেন।
সুচি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। বেশ কিছু অভিযোগের কারনে তার ৩৩ বছরের কারাদন্ড হয়েছে।
আইনী সূত্রে বলা হয়েছে, পাঁচটি মামলায় তাকে ক্ষমা করা হলেও আরো ১৪টি মামলা তার রিরুদ্ধে রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।
উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি সংঘাতপূর্ণ হয়ে ওঠে। এর ফলে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।