ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বজ্রপাত প্রতিরোধে ৩১০টি তালচারা রোপন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ৬১ খবরটি দেখা হয়েছে

পটুয়াখালীতে বজ্রপাত প্রতিরোধে তালচারা রোপন অভিযান কর্মসূচী শুরু করেছে প্রানি কল্যান সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।পটুয়াখালী সদর উপজেলার ১৪ নং মৌকরন ইউনিয়নের পারকার্তিকপাশা এলাকায় বজ্রপাত প্রতিরোধে তালচারা রোপন অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন পটুয়াখালীর উপকূলীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মৌকরন ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম (সেলিম কাজী), এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর উপদেষ্ঠা নাসিম তালুকদার ও আতিকুর রহমান রনিক, সদস্য রাকায়েত আহসান, আহমেদ সোহাগ, আসাদুল্লাহ হাসান মুসা, মশিউর রহমানসহ অন্যানয় সদস্যবৃন্দ।

প্রানি কল্যান সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট উপকেন্দ্র রহমতপুর বরিশাল থেকে ৩১০ টি তালচারা সংগ্রহ করে পটুয়াখালীকে বজ্রপাত প্রতিরোধে এ তালচারা রোপন কার্যক্রম শুরু করে। অভিযানের প্রথমদিনে ১৫০ টি তালচারা রোপন করা হয়েছে বলে সংগঠনের সদস্য আহমেদ সোহাগ জানান।

ট্যাগ :
জনপ্রিয়

পটুয়াখালীতে বজ্রপাত প্রতিরোধে ৩১০টি তালচারা রোপন

আপডেট সময় : ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

পটুয়াখালীতে বজ্রপাত প্রতিরোধে তালচারা রোপন অভিযান কর্মসূচী শুরু করেছে প্রানি কল্যান সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।পটুয়াখালী সদর উপজেলার ১৪ নং মৌকরন ইউনিয়নের পারকার্তিকপাশা এলাকায় বজ্রপাত প্রতিরোধে তালচারা রোপন অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন পটুয়াখালীর উপকূলীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মৌকরন ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম (সেলিম কাজী), এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর উপদেষ্ঠা নাসিম তালুকদার ও আতিকুর রহমান রনিক, সদস্য রাকায়েত আহসান, আহমেদ সোহাগ, আসাদুল্লাহ হাসান মুসা, মশিউর রহমানসহ অন্যানয় সদস্যবৃন্দ।

প্রানি কল্যান সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট উপকেন্দ্র রহমতপুর বরিশাল থেকে ৩১০ টি তালচারা সংগ্রহ করে পটুয়াখালীকে বজ্রপাত প্রতিরোধে এ তালচারা রোপন কার্যক্রম শুরু করে। অভিযানের প্রথমদিনে ১৫০ টি তালচারা রোপন করা হয়েছে বলে সংগঠনের সদস্য আহমেদ সোহাগ জানান।