ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে প্রতিষ্ঠিত হবে ৩০৬ শিল্প প্লটের ইপিজেড

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ৮৬ খবরটি দেখা হয়েছে

পদ্মা সেতুর সুফল নিতে দক্ষিণের জেলা পটুয়াখালীতে এবার রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।‘পটুয়াখালী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৩০৬টি শিল্প প্লট নিয়ে ওই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাটি (ইপিজেড) প্রতিষ্ঠা করা হবে কলাপাড়া উপজেলায়।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে ইপিজেড স্থাপনের মাধ্যমে বিনিয়োগ আহরণ, রপ্তানি আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে গৃহীত এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা); খরচ ধরা হয়েছে ১ হাজার ৪৪৩ কোটি টাকা। প্রকল্পটিতে বেপজার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে প্রায় ৩৩৮ কোটি টাকা, বাকি ১ হাজার ১০৫ কোটি টাকার জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

আগামী ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, এ প্রকল্পের জন্য ৪১৮ একর ভূমি অধিগ্রহণ করে ৩০৬টি শিল্প প্লট তৈরি করা হবে। একইসঙ্গে প্রকল্পের আওতায় রাস্তা, ড্রেন নির্মাণ করার পাশাপাশি চারটি ছয়তলা কারখানা ভবন, তিনটি ১০ তলা, চারটি ছয় তলা আবাসিক ভবন, একটি ৬ তলা ও দুটি ৪ তলা অফিস ভবন এবং দুটি অন্যান্য ভবন নির্মাণ করা হবে।

বিদ্যুৎ সরবরাহের জন্য ১৪টি ১১/০.৪১৫ কেভি সাবস্টেশন, ১৫ কিলোমিটার ১১ কেভি এইচটি লাইন ও একটি ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণ ও একটি হেলিপ্যাড নির্মাণ করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে প্রায় ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের ২০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১২ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেব বিদেশি অর্থায়ন আসবে ১ হাজার ৪৯ কোটি ৪ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়নের পরিমাণ ৬১৯ কোটি টাকা।

পটুয়াখালীতে প্রতিষ্ঠিত হবে ৩০৬ শিল্প প্লটের ইপিজেড

আপডেট সময় : ১০:১৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

পদ্মা সেতুর সুফল নিতে দক্ষিণের জেলা পটুয়াখালীতে এবার রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।‘পটুয়াখালী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৩০৬টি শিল্প প্লট নিয়ে ওই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাটি (ইপিজেড) প্রতিষ্ঠা করা হবে কলাপাড়া উপজেলায়।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে ইপিজেড স্থাপনের মাধ্যমে বিনিয়োগ আহরণ, রপ্তানি আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে গৃহীত এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা); খরচ ধরা হয়েছে ১ হাজার ৪৪৩ কোটি টাকা। প্রকল্পটিতে বেপজার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে প্রায় ৩৩৮ কোটি টাকা, বাকি ১ হাজার ১০৫ কোটি টাকার জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

আগামী ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, এ প্রকল্পের জন্য ৪১৮ একর ভূমি অধিগ্রহণ করে ৩০৬টি শিল্প প্লট তৈরি করা হবে। একইসঙ্গে প্রকল্পের আওতায় রাস্তা, ড্রেন নির্মাণ করার পাশাপাশি চারটি ছয়তলা কারখানা ভবন, তিনটি ১০ তলা, চারটি ছয় তলা আবাসিক ভবন, একটি ৬ তলা ও দুটি ৪ তলা অফিস ভবন এবং দুটি অন্যান্য ভবন নির্মাণ করা হবে।

বিদ্যুৎ সরবরাহের জন্য ১৪টি ১১/০.৪১৫ কেভি সাবস্টেশন, ১৫ কিলোমিটার ১১ কেভি এইচটি লাইন ও একটি ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণ ও একটি হেলিপ্যাড নির্মাণ করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে প্রায় ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের ২০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১২ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেব বিদেশি অর্থায়ন আসবে ১ হাজার ৪৯ কোটি ৪ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়নের পরিমাণ ৬১৯ কোটি টাকা।