পটুয়াখালীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। পটুয়াখালী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় একজন আইসিইউতে রয়েছেন।
এদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সদর উপজেলা লোহলিয়ায় বাড়িতে আসা মো. মামুন হোসেন বলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার জ্বর হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করি। রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে।
দুমকি উপজেলা আঙ্গারিয়া ইউনিয়নের রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলাম। পরে ডেঙ্গু শনাক্ত হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিল রুবা ইয়াসমিন লিজা বলেন, ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড খুলেছি। ডেঙ্গু রোগীদের সেবা দিতে আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন এস এম কবির হাসান জানান, পটুয়াখালী জেলাসহ বিভিন্ন উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুত রয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এ সময়ে সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।