সম্প্রতি ‘নারী আসলে কিসে আটকায়?’-এমন একটি প্রশ্ন উত্তর সামাজিকমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন পুরুষরা যখন তাদের সঙ্গীদের আটকে রাখতে পারছেন না, তখনই এ প্রশ্নের অবতারণা। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনায় যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও। এবার এর জবাব দিলেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি বলেন, নারী আটকায় জায়েদ খানে আর জায়েদ আটকায় সুন্দরীতে। নারীরা তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করেন না। করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করে। আমি আগেই বলেছি, সুন্দরী নারীরা জায়েদ খানে আটকায়। এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে। এবার যুক্তরাষ্ট্রে গিয়ে আবারও তার প্রমাণ পেয়েছি। সব ছেলেরা আমার পোস্টে ব্যাড কমেন্টস করেছেন।
জায়েদ খান আরও বলেন, এবার আমেরিকায় গিয়ে আমার বন্ধুরা বলেছে, তুমি শুধু ছেলে ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা। মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে বলবা না।’ উল্লেখ্য, কয়েকদিন আগেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের পর এই ‘আটকানো’ বিষয়ক ট্রেন্ড চালু হয়।