ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দোয়েল কোয়েল – সৈয়দুল ইসলাম

  • সৈয়দুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ১৯১ খবরটি দেখা হয়েছে

আয়রে দোয়েল ময়না কোয়েল

আয়রে আমার গাঁয়,

সোনার নূপুর পড়িয়ে দেবো

আদর করে পায়।

চিড়া মুড়ি খেতে দেবো

থালা ভরা ধান,

নেচে নেচে দিন কাটাবে

গাইবে সুখে গান।

যতন করে রাখবো ধরে

যেতে নাহি দেবো,

সুখে দুঃখে ভালোবেসে

আপন করে নেবো।

ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বাংলাদেশ। ০১৭২৮১০৬২৯২

দোয়েল কোয়েল – সৈয়দুল ইসলাম

আপডেট সময় : ০৯:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

আয়রে দোয়েল ময়না কোয়েল

আয়রে আমার গাঁয়,

সোনার নূপুর পড়িয়ে দেবো

আদর করে পায়।

চিড়া মুড়ি খেতে দেবো

থালা ভরা ধান,

নেচে নেচে দিন কাটাবে

গাইবে সুখে গান।

যতন করে রাখবো ধরে

যেতে নাহি দেবো,

সুখে দুঃখে ভালোবেসে

আপন করে নেবো।

ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বাংলাদেশ। ০১৭২৮১০৬২৯২