দেশের সেবা করার স্বপ্ন ছিল আহাদের। এ জন্যে সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে সে স্বপ্ন ভেঙ্গে গেলো তার।
তবে শেষ পর্যন্ত দেশের জন্যই শহিদ হলেন আব্দুল আহাদ আলী।
জেলার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা ইউনুস আলী ও পাখি খাতুন দম্পতির পুত্র আব্দুল আহাদ আলী (১৮) দুই ভাইয়ের মধ্যে বড়। স্থানীয় আমিনুর রহমান ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বষের্র ছাত্র ছিলেন তিনি। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মহম্মদপুর থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুতে থমকে গেছে ভ্যান চালক পিতার দিন বদলের স্বপ্ন।
আব্দুল আহাদের পিতা ইউনুস আলী বাসসকে জানান, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে বেলা ১১টার দিকে মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়। ওই মিছিলে তার ছেলে আব্দুল আহাদ আলীও অংশ নেন। পুলিশ প্রথমে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং পাঁচজন ছাত্রকে আটক করে মহম্মদপুর থানায় নিয়ে য়ায়। এর প্রতিবাদে ছাত্ররা আবার সংগঠিত হয়ে দলবদ্ধভাবে মিছিল নিয়ে থানায় আটকে থাকা ৫ জন ছাত্রকে ছাড়িয়ে আনতে সেখানে যায়। বেলা সাড়ে ১১টার সময় থানার কাছাকাছি গেলে প্রায় ৩ থেকে ৪’শ গজ দূর থেকে পুলিশ আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি করে। এ সময় আব্দুল আহাদের বুক চিরে একটি গুলি পিছন দিক দিয়ে বেরিয়ে যায়। মহম্মদপুর থানার সামনেই শহিদ হন আব্দুল আহাদ আলী।
ইউনুস আলী আরো বলেন, আব্দুল আহাদ আলী অত্যন্ত সহজ সরল ছিল। সে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ করে, মহম্মদপুর বরকতিয়া এস আর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করে। পরে আমিনুর রহমান ডিগ্রি কলেজে মানবিক বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়। আহাদ আলীর উচ্চতা ছিল ৫ ফুট ৬ ইঞ্চি। আহাদ দেশের সেবা করার জন্য সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলো।
শহিদ আব্দুল আহাদ আলীর স্মৃতির উদ্দেশ্যে আমিনুর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে পরিবারের কাছে এক পংক্তিমালা হস্তান্তর করে । এতে লেখা রয়েছে ‘তুমি আমাদের গর্ব, তুমি আমাদের অহংকার, তোমার ত্যাগের কথা, তোমার অবদানের কথা ভবিষৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, তোমাকে স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব’।
আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিএম শওকত রেজা বিপ্লব বলেন, শহিদ আব্দুল আহাদ আলী কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। সে অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহিদ হওয়ার পর সমবেদনা জানাতে কলেজের সকল শিক্ষক-কর্মচারীসহ তাদের বাড়িতে গিয়েছিলাম।
তিনি জানান, শহিদ আহাদ আলীর আত্মার মাগফিরাত কামনায় কলেজের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল করা হয়েছে। তার পরিবারকেও কলেজের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে ।
তবে তার ভ্যানচালক পিতার পক্ষে পরিবারের ব্যয় নির্বাহ কঠিন। তাই পরিবারটির আর্থিক সহায়তায় সকলের এগিয়ে আসা দরকার বলে তিনি উল্লেখ করেন।
দেশের সেবা করার স্বপ্ন পূরণ হলোনা আহাদের
- স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- ৪১ খবরটি দেখা হয়েছে
ট্যাগ :
আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ঝালকাঠি ডেঙ্গু দেশজুড়ে দৈনিক বরিশাল সংগ্রাম নাগরিক মত বরিশাল ভোলা