গোপালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৭ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক এ তথ্য জানিয়ে বলেছেন, চলতি শীত মৌসুমের শুরুতে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২ হাজার ৫০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়। আমরা এ কম্বল পাওয়ার পর ৫ উপজেলায় ভাগ করে দিয়েছি ।
এরপর ২য় দফায় ওই মন্ত্রণালয় থেকে আমাদের দপ্তরে জেলার ৫ উপজেলার জন্য আরো ৫ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়। আমরা এ কম্বল চলতি মাসে পাওয়ার পর ৫ উপজেলায় সমান ভাগ করে পাঠিয়ে দেই।
ওই কর্মকর্তা আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত কম্বল থেকে গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫০০, মুকসুদপুর উপজেলায় ১ হাজার ৫০০, কাশিয়ানী উপজেলায় ১ হাজার ৫০০, টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার ৫০০ ও কোটালীপাড়া উপজেলায় ১ হজার ৫০০ কম্বল বিতরণের জন্য দিয়েছি।
কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাণ হোসেন মিয়া বলেন, আমরা প্রাপ্ত কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বারদের দিয়ে বিতরণ করিয়েছি। এসব কম্বল প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৭ হাজার ৫০০ কম্বল বিতরণ
- স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- ৯৯ খবরটি দেখা হয়েছে
ট্যাগ :
আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ঝালকাঠি ডেঙ্গু দেশজুড়ে দৈনিক বরিশাল সংগ্রাম নাগরিক মত বরিশাল ভোলা