ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘দুই সন্তান’ নিয়ে সিনেমা হলে পরীমনি, শাড়ির আঁচলে চোখ মুছলেন

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে…। রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানের লাইনগুলো শোভা পেয়েছে পরীমনির শাড়িতে। এই সূতির শাড়ি পরেই নিজের সিনেমা দেখতে এসেছিলেন ঢালিউডের আলোচিত এ নায়িকা। জাতীয় সংগীতের চরণ অঙ্কিত শাড়ির আঁচলে রয়েছে ‘মা’ ছবিতে পরীমনির স্থিরচিত্রও। সংবাদমাধ্যমের ক্যামেরায় পোজ দেওয়ার পাশাপাশি হাসিমুখে সাধারণ ভক্তদের সেলফির আবদার মেটাচ্ছিলেন। ঢাকার মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘মা’ ছবি দেখতে আসা দর্শকদের সঙ্গে ছুটির দিন শুক্রবারের শুরুটা নিজেও উপভোগ করেছেন পরীমনি।

ট্যাগ :
জনপ্রিয়

‘দুই সন্তান’ নিয়ে সিনেমা হলে পরীমনি, শাড়ির আঁচলে চোখ মুছলেন

আপডেট সময় : ০৫:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে…। রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানের লাইনগুলো শোভা পেয়েছে পরীমনির শাড়িতে। এই সূতির শাড়ি পরেই নিজের সিনেমা দেখতে এসেছিলেন ঢালিউডের আলোচিত এ নায়িকা। জাতীয় সংগীতের চরণ অঙ্কিত শাড়ির আঁচলে রয়েছে ‘মা’ ছবিতে পরীমনির স্থিরচিত্রও। সংবাদমাধ্যমের ক্যামেরায় পোজ দেওয়ার পাশাপাশি হাসিমুখে সাধারণ ভক্তদের সেলফির আবদার মেটাচ্ছিলেন। ঢাকার মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘মা’ ছবি দেখতে আসা দর্শকদের সঙ্গে ছুটির দিন শুক্রবারের শুরুটা নিজেও উপভোগ করেছেন পরীমনি।