ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোট নেওয়া শেষে,চলছে গণনা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ৯৫ খবরটি দেখা হয়েছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া শেষ হয়েছে। সোমবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে ভোট গণনা। এই উপনির্বাচনে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে পাঁচ মাসের জন্য এমপি নির্বাচিত করতে ভোট দিয়েছেন গুলশান-বনানীর বাসিন্দারা।

তবে ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞা। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমও অনিয়মের অভিযোগ তুলেছেন। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল না।  

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হন দেশের আলোচিত এই ইউটিউবার। একদল যুবক তাকে মারধর করে। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অন্য প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ. আরাফাত, জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের অধেীনে ৬০৫টি ভোটকক্ষে ভোট নেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোট নেওয়া শেষে,চলছে গণনা

আপডেট সময় : ০৭:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া শেষ হয়েছে। সোমবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে ভোট গণনা। এই উপনির্বাচনে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে পাঁচ মাসের জন্য এমপি নির্বাচিত করতে ভোট দিয়েছেন গুলশান-বনানীর বাসিন্দারা।

তবে ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞা। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমও অনিয়মের অভিযোগ তুলেছেন। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল না।  

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হন দেশের আলোচিত এই ইউটিউবার। একদল যুবক তাকে মারধর করে। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অন্য প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ. আরাফাত, জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের অধেীনে ৬০৫টি ভোটকক্ষে ভোট নেওয়া হয়।