ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা পঙ্গু হাসপাতাল (নিটোর) এর নতুন পরিচালক ডা. কাজী শামীম উজজামান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৬৭ খবরটি দেখা হয়েছে

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন প্রতিষ্ঠানটির নিয়মিত অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান।

সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. কাজী শামীম উজজামানকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।’

দায়িত্ব প্রাপ্তি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান বলেন, ‘আজকেই আদেশটি হয়েছে। নিটোরে আমার পরিক্রমা দীর্ঘ দিনের। ১৯৯৮ সালে এখানে মেডিকেল অফিসার হিসেবে কাজ শুরু করেছিলাম। এর পর পোস্টগ্র্যাজুয়েশন করি, সিএ হিসেবে দায়িত্ব পালন করেছি। সহকারী অধ্যাপক থেকে পর্যায়ক্রমে পদোন্নতি পেতে পেতে অধ্যাপক হলাম। আজকে স্বপ্নের এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে সরকার আমাকে নিয়োগ দিয়েছে। এর চেয়ে খুশির কিছু হতে পারে না।’

পরিচালক পদে জ্যেষ্ঠ অনেক চিকিৎসক প্রতিদ্বন্দ্বী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সরকারপ্রধান বিভিন্ন দিক বিবেচনায় আমাকে এ রকম সম্মানিত পদে আসীন করেছেন, এতে আমি যারপর নাই খুশি। নিটোরে আমাকে ঘিরে কর্তৃপক্ষের সকল প্রত্যাশা পূরণে আমি সর্বাধিক চেষ্টা করবো।’

কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সাবজেক্ট, আমার প্রতিষ্ঠান ও আমাদের দেশের মানুষের সেবায় সর্বোচ্চ মেলে ধরবো, অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করবো।’

‘দীর্ঘ দিন ধরে কাজ করার কারণে নিটোরের সামগ্রিক চিত্র আমার নখদর্পণে আছে। ফলে প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সর্বোচ্চ মেধা ও মনন দিয়ে কাজ করা আমার জন্য সহজ হবে’, যোগ করেন নিটোরের নতুন পরিচালক।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা পঙ্গু হাসপাতাল (নিটোর) এর নতুন পরিচালক ডা. কাজী শামীম উজজামান

আপডেট সময় : ০১:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন প্রতিষ্ঠানটির নিয়মিত অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান।

সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. কাজী শামীম উজজামানকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।’

দায়িত্ব প্রাপ্তি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান বলেন, ‘আজকেই আদেশটি হয়েছে। নিটোরে আমার পরিক্রমা দীর্ঘ দিনের। ১৯৯৮ সালে এখানে মেডিকেল অফিসার হিসেবে কাজ শুরু করেছিলাম। এর পর পোস্টগ্র্যাজুয়েশন করি, সিএ হিসেবে দায়িত্ব পালন করেছি। সহকারী অধ্যাপক থেকে পর্যায়ক্রমে পদোন্নতি পেতে পেতে অধ্যাপক হলাম। আজকে স্বপ্নের এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে সরকার আমাকে নিয়োগ দিয়েছে। এর চেয়ে খুশির কিছু হতে পারে না।’

পরিচালক পদে জ্যেষ্ঠ অনেক চিকিৎসক প্রতিদ্বন্দ্বী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সরকারপ্রধান বিভিন্ন দিক বিবেচনায় আমাকে এ রকম সম্মানিত পদে আসীন করেছেন, এতে আমি যারপর নাই খুশি। নিটোরে আমাকে ঘিরে কর্তৃপক্ষের সকল প্রত্যাশা পূরণে আমি সর্বাধিক চেষ্টা করবো।’

কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সাবজেক্ট, আমার প্রতিষ্ঠান ও আমাদের দেশের মানুষের সেবায় সর্বোচ্চ মেলে ধরবো, অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করবো।’

‘দীর্ঘ দিন ধরে কাজ করার কারণে নিটোরের সামগ্রিক চিত্র আমার নখদর্পণে আছে। ফলে প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সর্বোচ্চ মেধা ও মনন দিয়ে কাজ করা আমার জন্য সহজ হবে’, যোগ করেন নিটোরের নতুন পরিচালক।