এখন বর্তমান যুগ মডেলিং যুগ।যে যার মত করে মডেলিং করে।তাই ছেলেদের মডেলিং আরো বাড়িয়ে দিতে ডিএসএলআর ক্যামেরা এবং মটরসাইকেল ছাড়া চলেই না।বিশেষ করে কিছু বড় লোকের ছেলেরা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলার জন্য ডিএসএলআর ক্যামেরা এবং মটরসাইকেল ব্যবহার করছে।
আর বড় লোকের মেয়েরা সেসব ছেলেদের ডিএসএলআর ক্যামেরা এবং মটরসাইকেল দেখে তাদের মিথ্যা প্রেমের ফাঁদে পড়ছে এবং জীবনকে নষ্ট করছে।বড় লোকের মেয়েদের বলছি ভালবাসা মানে ডিএসএলআর ক্যামেরা বা মটরসাইকেল না,ভালবাসা মানে শুধুই ভালবাসা।
ভালবাসা মানে হচ্ছে কিছু অনুভতি,কিছু স্পর্শ,কিছু ছোড়া,কিছু ভাললাগা,কিছু কথা,কিছু অপেক্ষা,কিছু পাওয়ার চেষ্টা ইত্যাদি।কখন যে কাকে কিভাবে ভাললেগে যায় আর তা কখন ভালবাসায় রুপান্তরিত হয়ে যায় তা কেউ বলতে পারে না।
তাই আপুরা আপনাদের বলছি ডিএসএলআর ক্যামেরা এবং মটরসাইকেলকে ভালবাইসেন না।একজন ভাল মানুষকে ভালবাইসেন।যে আপনাকে তার সবটুকু দিয়ে ভালবাসবে এবং আপনাকে একটু সূখি রাখার জন্য ও একটু মুখের হাসির জন্য পাগলের মত সব কিছু করতে পারবে।আসলে ভাল সবাইকে বাসা যায় না আর যাকে সত্যিকারের ভালবাসা যায় কখনো ফোলা যায় না।