ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরিক্ষা শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে পরিক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। জেলায় এব ছর এইচএসসি পরীক্ষায় ৫ হাজার ৪৭৫ জন পরিক্ষার্থীর মধ্যে ৫৪৩১ জন উপস্থিত হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ এবং নলছিটি উপজেলার কাটাখালী ২২২ নং কেন্দ্রে বহিষ্কার হয়েছে ১ জন।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ঝালকাঠি সরকারি কলেজ ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
উল্লেখ্য- কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষা চট্টগ্রামে বন্যার কারণে পেছানো হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৭ আগষ্ট থেকে পরীক্ষা শুরু হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।