ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে বরিশালের ৪ সরকারি কলেজ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ১০২ খবরটি দেখা হয়েছে

প্রতিকূলতা ও নেতিবাচক মনোভাব কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোও শিক্ষা-গবেষণায় অবদান রাখছে। এসব কলেজগুলোর মধ্য থেকে প্রতি বিভাগের শীর্ষ কলেজগুলো নিয়ে প্রতিবছর র‌্যাংকিং প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি।

সর্বশেষ ২০২২ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর র‌্যাংকিং প্রকাশিত হয়। এতে জায়গা করে নিয়েছে বরিশাল বিভাগের ৪টি কলেজ। কলেজগুলো হলো- সরকারি ব্রজমোহন কলেজ, ভোলা সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।

১. সরকারি ব্রজমোহন কলেজ
সরকারি ব্রজমোহন কলেজ বাংলাদেশের দক্ষিণাংশে বরিশাল শহরে অবস্থিত। ১৮৮৯ সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

বর্তমানে কলেজটিতে স্নাতক (সম্মান) শ্রেণীতে ২২টি বিষয়ে ও স্নাতকোত্তর শ্রেণীতে ২১টি বিষয়ে পাঠদান চালু রয়েছে। মাত্র ১১ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা এই কলেজটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭০০০।কলেজে ছাত্রদের জন্য ৩টি ও মেয়েদের জন্য চারতলা ভবনের ১টি হোস্টেল রয়েছে। এখানে ১টি বাণিজ্য ভবন, ৩টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, ৪টি বিজ্ঞান ভবন ও ৩টি খেলার মাঠ রয়েছে।

২. ভোলা সরকারি কলেজ
ভোলা শহরের যুগিরঘোলের চরফ্যশন সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত ১৫.৬ একর জমির উপর অবস্থিত এই কলেজ। ভোলা সরকারি কলেজ বরিশাল বিভাগের নামকরা কলেজগুলোর মধ্যে একটি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কলেজটি ভোলা জেলার প্রাচীনতম এবং দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটিতে ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। কলেজটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৬৩২৪।

৩. পটুয়াখালী সরকারি কলেজ
১৯৫৭ সালে স্থাপিত পটুয়াখালী সরকারী কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজিসহ আরো অনেক বিভাগ বিদ্যমান আছে। আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য রয়েছে সমকালীন গ্রন্থসমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান গবেষণাগার। শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য রয়েছে ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক আয়োজন।

৪. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ
হাতেম আলী কলেজ বাংলাদেশের বরিশাল শহরে অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৬ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ও ১৯৮৬ সালে একে জাতীয়করণ করা হয়। এই কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করে থাকে।

বর্তমানে কলেজটিতে প্রায় ৭৬ জন শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ, ৩৬ জন প্রশাসনিক ব্যক্তিবর্গ ও প্রায় ৭০০০ বেশি শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ২২টি বিষয়ে এবং স্নাতক (সম্মান) শ্রেণিতে ১২ টি বিষয়ে শিক্ষাদান করা হয়। কলেজটির বর্তমান অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে বরিশালের ৪ সরকারি কলেজ

আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

প্রতিকূলতা ও নেতিবাচক মনোভাব কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোও শিক্ষা-গবেষণায় অবদান রাখছে। এসব কলেজগুলোর মধ্য থেকে প্রতি বিভাগের শীর্ষ কলেজগুলো নিয়ে প্রতিবছর র‌্যাংকিং প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি।

সর্বশেষ ২০২২ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর র‌্যাংকিং প্রকাশিত হয়। এতে জায়গা করে নিয়েছে বরিশাল বিভাগের ৪টি কলেজ। কলেজগুলো হলো- সরকারি ব্রজমোহন কলেজ, ভোলা সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।

১. সরকারি ব্রজমোহন কলেজ
সরকারি ব্রজমোহন কলেজ বাংলাদেশের দক্ষিণাংশে বরিশাল শহরে অবস্থিত। ১৮৮৯ সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

বর্তমানে কলেজটিতে স্নাতক (সম্মান) শ্রেণীতে ২২টি বিষয়ে ও স্নাতকোত্তর শ্রেণীতে ২১টি বিষয়ে পাঠদান চালু রয়েছে। মাত্র ১১ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা এই কলেজটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭০০০।কলেজে ছাত্রদের জন্য ৩টি ও মেয়েদের জন্য চারতলা ভবনের ১টি হোস্টেল রয়েছে। এখানে ১টি বাণিজ্য ভবন, ৩টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, ৪টি বিজ্ঞান ভবন ও ৩টি খেলার মাঠ রয়েছে।

২. ভোলা সরকারি কলেজ
ভোলা শহরের যুগিরঘোলের চরফ্যশন সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত ১৫.৬ একর জমির উপর অবস্থিত এই কলেজ। ভোলা সরকারি কলেজ বরিশাল বিভাগের নামকরা কলেজগুলোর মধ্যে একটি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কলেজটি ভোলা জেলার প্রাচীনতম এবং দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটিতে ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। কলেজটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৬৩২৪।

৩. পটুয়াখালী সরকারি কলেজ
১৯৫৭ সালে স্থাপিত পটুয়াখালী সরকারী কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজিসহ আরো অনেক বিভাগ বিদ্যমান আছে। আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য রয়েছে সমকালীন গ্রন্থসমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান গবেষণাগার। শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য রয়েছে ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক আয়োজন।

৪. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ
হাতেম আলী কলেজ বাংলাদেশের বরিশাল শহরে অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৬ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ও ১৯৮৬ সালে একে জাতীয়করণ করা হয়। এই কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করে থাকে।

বর্তমানে কলেজটিতে প্রায় ৭৬ জন শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ, ৩৬ জন প্রশাসনিক ব্যক্তিবর্গ ও প্রায় ৭০০০ বেশি শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ২২টি বিষয়ে এবং স্নাতক (সম্মান) শ্রেণিতে ১২ টি বিষয়ে শিক্ষাদান করা হয়। কলেজটির বর্তমান অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল।