১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘জয় বঙ্গবন্ধু’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হলো এস কে সমীরের নিজস্ব ইউটিউব চ্যানেল sameer express থেকে। গীতিকার মোঃ আল আমিন জয় এর কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এস কে সমীর। গানটিতে কন্ঠ দিয়েছেন দেশের বিখ্যাত গণসংগীত ও আধুনিক গানের কণ্ঠশিল্পী রোজ বাবু, শামীমা পারভীন রত্না, আয়েশা মনি ও এসকে সমীর নিজেই।
গানটির গীতিকার মোঃ আল আমিন জয় বলেন জ্ঞান হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয় ধারণ করি এবং তার যে নির্মম মৃত্যু পাকিস্তানি হানাদার দালাল শ্রেণীর কিছু বিপথগামী সেনা সদস্যদের নৃশংসতায় হয়েছিল সেটিকে কখনোই ভালোভাবে মেনে নিতে পারিনি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ যে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল তাকেই নৃশংসভাবে খুন করেছিল এই বর্বরেরা। তার প্রতিবাদস্বরূপ আমি চেষ্টা করেছি এই গানটিকে লিখতে। এবং সেটিকে অত্যন্ত সুন্দর সুর ও সঙ্গীত আয়োজনে এস কে সমীর ভাই যেভাবে উপস্থাপন করেছেন তার জন্য আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।
গানটির প্রসঙ্গে বিশিষ্ট কণ্ঠশিল্পী রোজবাবু বলেন, ‘দীর্ঘদিন যাবত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে চলেছি। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সুন্দর একটি গানের আয়োজন করে আমারই ছোট ভাই স্বনামধন্য সংগীত পরিচালক এস কে সমীর আমাকে অবগত করে এবং আমার ভয়েস দেওয়ার সম্মতি চায়। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন সবকিছুই আমার খুবই ভাল লাগে। যে কারণে গানটিতে প্রতিষ্ঠিত আরো তিনজন কণ্ঠশিল্পীর সঙ্গে আমিও কন্ঠ দেওয়ার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করি। গানটি বাংলা সংগীত জগতে অনন্য একটি সৃষ্টি বলে আমি মনে করি।’
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক দেশের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ গুনি কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্না বলেন মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর আদর্শে দেশের জন্য আগামীতে আরও ভালো ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। এজন্য বঙ্গবন্ধুকে নিয়ে এস কে সমীরের এতো সুন্দর সুর ও সঙ্গীত আয়োজনের গানটিতে অংশগ্রহণ করতে ইচ্ছা পোষণ করি।
গানটিতে অংশগ্রহণ করেছেন আরো একজন কন্ঠ শিল্পী আয়েশা মনি বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি তে নাট্য বিভাগে পড়াশোনা করছেন। তিনি বলেন বঙ্গবন্ধুকে নির্মম হত্যার প্রতিবাদে এস কে সমীর ভাই এর এত সুন্দর একটি কাজ শোনা মাত্রই আমি সম্মতি জানাই এবং গানটি তে অংশগ্রহণ করি
সংগীত পরিচালক এস কে সমীর বলেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ভালো মান সম্মত কোন কাজের সুযোগ পেলে অবশ্যই করবো। তাই যখনি গীতিকার মোঃ আল আমিন জয়ের কাছ থেকে গানের কথাটি পেয়েছিলাম সেদিন থেকেই গানটি নিয়ে ভাবতে থাকি এবং খুব ভালো কিছু একটা করতে হবে এমন প্রত্যাশায় আস্তে আস্তে এগতে থাকি। আমার পরিকল্পনা ছিল কণ্ঠশিল্পী হিসেবে যাদেরকে বেছে নেব তারা অবশ্যই গণসংগীত, দেশের গান এগুলোতে বেশি পারদর্শী হতে হবে। সেই উদ্দেশ্যেই আমার প্রিয় বড় ভাই আবু আফফান রোজ বাবু, শামীমা পারভীন রত্না ও আমি এস কে সমীর আমরা তিনজন আমার নিজ জেলা সাতক্ষীরার কৃতি সন্তান। আমাদের সাথে প্রিয় ছোট বোন কণ্ঠশিল্পী আয়েশা মনি আমর এই প্রজেক্টে কণ্ঠ দিয়ে আমাকে সহযোগিতা করে আমরা চারজন মিলে এই গানটি করেছি। এই গানটির পিছনে অনেক কথা আরো আছে যেগুলো পরবর্তীতে কখনো প্রকাশ করব। যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে গানটি তাদের কাছে সামান্যতম ভালো লেগলে সেখানেই আমার সার্থকতা। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের কার্যক্রম চলছে আমাদের দেশনেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের মাধ্যমে যাদের বিচার এখনো চলমান সেই বিচার সমাপ্ত হোক সেই প্রত্যাশায় আমার সৃষ্টি ‘জয় বঙ্গবন্ধু’ শিরোনামের এই গানটি।
এস কে সমীর আগামীতে আরো ভালো ভালো গান নিয়ে প্রিয় শ্রোতাদের মাঝে উপস্থিত থাকবেন এমন আশাবাদ ব্যক্ত করেন।