আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) সংসদীয় আসনের দাকোপে নির্বাচনী বিধি মেনে ও উৎসব মুখর পরিবেশে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রির্টানিং অফিসার সুত্রে জানাগেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ৩০ (নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা এ আসনের জন্য তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। দাকোপে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর কার্যালয়ে বেলা ১১ টা ২০ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ শ্রী ননী গোপাল মন্ডল। এছাড়াও অন্যান্যরা হলেন তৃনমূল বিএনপি থেকে গোবিন্দ চন্দ্র প্রামানিক, সতন্ত্র থেকে প্রশান্ত কুমার রায়, জাতীয় পার্টি থেকে কাজী হাসানুর রশিদ, জাকের পার্টি থেকে মোঃ আজিজুর রহমান ও সতন্ত্র থেকে শেখ আবেদ আলী।
সংসদীয় আসন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের দাকোপের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল তার মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে প্রস্তাবককারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, সমর্থনকারী বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দীলিপ কুমার হালদার, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক নিমাই চন্দ্র রায়, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাডঃ জি এম কামরুজ্জামান প্রমুখ।
খুলনা-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬জন প্রার্থী
- মোঃরহমত আলী,খুলনা
- আপডেট সময় : ১১:৪২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- ১৪৪ খবরটি দেখা হয়েছে