খুলনার দাকোপের বানিশান্তা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে (৭ই জুন ) শুক্রবার জুমার নামাজ শেষে সুন্দরবন কেন্দ্রীয় জামে মসজিদের মসজিদ মাঠে মাদক মুক্ত বানিশান্তা ইউনিয়ন গড়ার লক্ষ্যে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে মসজিদের ইমাম, সভাপতি, সাধারণ সম্পাদক,সাধারণ মুসল্লী, সুশীল সমাজ সহ এলাকা বাসী দাবি করেন বানিশান্তা বাজার ও পতিতা পল্লী ও ইউনিয়নের প্রতিটি গ্রামের অলিগলিতে চলছে আবারো জমজমাট মাদক ব্যবসা। পুলিশ প্রশাসন মাঝে মধ্যে কিছু কিছু ধরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠায় কিছুদিন জেল হাজতে থেক জামিনে ছাড়া পেয়ে আবার শুরু করে এই মাদক ব্যাবসা ও সেবন। শোনা যায় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন মহলকে ম্যানেজ করে তারা চালায় এই অবৈধ মাদক ব্যবসা এলাকার কারো কোন বাঁধা নিষেধ শোনে না তারা। মসজিদের মুসল্লীসহ এলাকাবাসী জানান বানিশান্তা ইউনিয়ন বাজার সহ প্রতিটি গ্রামে ছেয়ে গেছে মাদকের রমরমা ব্যাবসা তাই সবাইকে ঐক্য বদ্ধ হয়ে মাদককে না বলতে হবে। কেননা মাদকের কারণে এলাকার উঠতি বয়সী যুবসমাজ স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র সহ সকল বয়সী লোকেরা আজ মাদকের কারণে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এই ভাবে যদি সকলে মাদক সেবনে আসক্ত হয় তবে সমাজের কখনো উন্নয়ন সম্ভব নয় ঝিমিয়ে পড়বে যুবসমাজ ধংস হচ্ছে শত শত বাবা মায়ের ভবিষ্যতের আশা। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় এলাকাবাসী জোর দাবি করে বলেন,জনপ্রতিনিধি উপজেলা প্রশাসন সহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।