জেলার সদর উপজেলায় আজ সাড়ে নয়হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা কৃষি এ এফ এম শাহাবুদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রত্যেক কৃষকের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম, মুগ ও খেসারির বীজ বিতরণ করা হয়েছে। একইসাথে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষককে একটি ফসলের অনুকূলে এসব বীজ ও সার প্রদান করা হয়েছে।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ভোলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- ১২১ খবরটি দেখা হয়েছে