বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর,সদ্যসমাপ্ত বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সেলিম হাওলাদার বুধবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পরলে প্রথমে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে আরও অসুস্থ হয়ে পরলে সড়ক পথে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে ভাঙ্গা নামক জায়গায় বসে তিনি ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি —————– রাজেউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বরিশাল
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
শোক বিবৃতিতে তিনি বলেন, সেলিম হাওলাদার একজন জনপ্রিয় সামাজিক ও মানবিক ভালো মানুষ ছিলেন। তিনি জনগণের হৃদয়ের ভালোবাসা পেয়েছিলেন।
যতবার নির্বাচন করেছেন ততবার বিজয়ী হয়েছেন। তার অকালে চলে যাওয়ায় আমি গভীরভাবে শোকাহত।তার পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহর কাছে প্রার্থনা তাকে যেন জান্নাত দান করেন।