জেলার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে।
আজ বেলা ১১ টায় লাবনী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা। নিহতেরা হলেন- নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা।
নিহত বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে। তার স্ত্রী সুমির পিতার নাম সুলতান আলী।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া জানান, শনিবার সকালে এই পর্যটক দম্পতি কক্সবাজার বেড়াতে এসে একটি হোটেলে উঠেন। আজ রোববার সকালে তারা গোসলের উদ্দেশ্যে সৈকতের পানিতে নামেন। এক পর্যায়ে তারা ঢেউয়ের স্রোতে সমুদ্রের বুকে তলিয়ে যায় ।
সী-সেইফ লাইফগার্ড সুপারভাইজার ওসমান গণি বলেন, ‘খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। কিছু সময় পর দুজনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান।
কক্সবাজারে গোসলে নেমে পর্যটক দম্পতির মৃত্যু
- স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- ১০৪ খবরটি দেখা হয়েছে
ট্যাগ :
আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ঝালকাঠি ডেঙ্গু দেশজুড়ে দৈনিক বরিশাল সংগ্রাম নাগরিক মত বরিশাল ভোলা