ওয়ারীতে ট্রাক চাপায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন অন্য দুই আরোহী। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপরে উঠে যায় ট্রাকটি। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারে লেগে যায় প্রায় তিনঘণ্টা। উদ্ধারের ধীরগতির অভিযোগে এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠে বিক্ষুব্ধ জনতা।
জানা গেছে, বৃহস্পতিবার বরিশাল থেকে যাত্রী নিয়ে মগবাজারে যাচ্ছিলেন চালক মহিউদ্দিন। ওয়ারী পার হওয়ার সময় পাশে চলন্ত একটি ট্রাক হুট করেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে মহিউদ্দিনের গাড়ির উপর। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। প্রাণে বেঁচে যান পাশের সিটে বসা দুই যাত্রী। তখনও ট্রাকের নিচেই চাপা পড়েছিলেন চালক মহাউদ্দিন। শেষমেষ আর প্রাণে বাঁচেননি তিনি।
বেঁচে যাওয়া দুই যাত্রী এবং প্রত্যক্ষর্দশিরা জানান, চলন্ত প্রাইভেট কারের ওপর হঠাৎ ট্রাক এসে পড়ে। একজন কোনোমতে বের হলে উপস্থিত জনতা কাঁচ ভেঙে অপরজনকে উদ্ধার করে। কিন্তু প্রাণে বাঁচতে পারেননি চালক।
খবর পেয়ে এক সময় ঘটনাস্থলে ছুটে যান মহিউদ্দিনের স্বজন ও প্রতিবেশীরা। ৩ ঘণ্টা সময় পেরিয়ে গেলেও মরদেহটা অন্তত বের করতে না পারায়, বুকফাটা ক্ষোভে ভেঙে পড়েন তারা। উদ্ধার কাজে দেরি হওয়ায় এক সময় বিক্ষুব্ধ হয়ে ওঠে নিহতের স্বজন ও উপস্থিত জনতা।
এতকিছুর মধ্যেই ৩ ঘণ্টা পর শেষমেষ উদ্ধার হয় মহিউদ্দিনের মরদেহ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, টানা হেঁচড়া করে মরদেহটি বের করতে গেলে ক্ষতবিক্ষত হয়ে যেত। আমরা চাইনি, যিনি মারা গেছেন, তার মরদেহটি ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করতে। তাই সময় নিয়ে হলেও আমরা মরদেহটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এদিকে দুর্ঘটনার সাথে সাথেই পালিয়ে যায় সেই ট্রাক চালক।