নিয়োগ বিজ্ঞপ্তিঃ
১। ওভারসীজ করেসপন্ডেন্স
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স ডিগ্রী
- দেশ-বিদেশের ওভারসীজ অফিসের সাথে মেইল ও ফোনে
সার্বক্ষনিক যোগাযোগ করতে হবে। - অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে।
*প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।
২। ফিচার ম্যানেজমেন্ট
শিক্ষাগত যোগ্যতা: MBA, বয়স: সর্বনিন্ম ৩৫ বছর
- মার্কেটিং টিম পরিচালনা করার দক্ষতা থাকতে হবে।
- প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী সকল কার্যক্রম সম্পাদন করতে হবে।
- ব্যবস্থাপনার দ্বারা প্রয়োজনীয় যেকোনো অতিরিক্ত কাজ এবং দ্বায়িত্ব
নেয়ার ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। - যেকোনো সময় ব্যবস্থাপনার দেওয়া যেকোনো কাজ করার
মানসিকতা থাকতে হবে।
৩। পার্সোনাল সেক্রেটারি
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রী/অনার্স
- ব্যবস্থাপনা পরিচালকের অফিস ও বাসার সকল ধরনের দায়িত্ব
পালন করতে হবে। - ব্যবস্থাপনা পরিচালকের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কর্ম সূচি ঠিক রাখতে হবে।
৪। মার্কেটিং/কল সেন্টার এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রী/অনার্স
- কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং বাংলা/ইংরেজী টাইপিং জানতে হবে।
- ক্লাইন্টদের সাথে গুছিয়ে কথা বলার মত স্বক্ষমতা থাকতে হবে।
- মার্কেটিং কাজের উপর কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
- টার্গেট নিয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে নিজ নিজ CV (PDF FORMAT) উল্লেখ E-Mail / WhatsApp নাম্বারে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
বেতন: আলোচনা সাপেক্ষে।
কোম্পানির সুবিধা: দুপুরের খাবার, দুই ঈদ বোনাস, সাপ্তাহিক ছুটি ১দিন ও সরকারি ছুটি সমূহ।
WhatsApp : 01617100300
E-mail: contact@bgloverseasltd.com
আপনার CV সিলেক্ট হলে ইন্টারভিউ এর জন্য অফিস থেকে কল করা হবে।
ঢাকা ট্রাভেলস ।। বিজি এল ওভারসীজ লিঃ, আর এল- ২০১৭
বসতি হরিজন, রোড নং-১৭, হাউজ নং-২১ ফ্ল্যাট নং- A1, A2, বনানী C/A, ঢাকা-১২১৩।
জরুরী যোগাযোগ:
মোঃ জাকির হোসেন – 01732532473