ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো বরগুনার অসুস্থ ডিসিকে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • ৯৫ খবরটি দেখা হয়েছে

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। বরগুনা সার্কিট হাউস মাঠ থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুষ চন্দ্র দে জানান, তিনি (জেলা প্রশাসক) বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলে দেড়টার দিকে ঘুমান। সকালে ঘুম থেকে না জাগলে ডাকা হয়। তখন কোনো সাড়াশব্দ না দেওয়ায় চিকিৎসককে খবর দেওয়া হয়।

তিনি জানান, জেলা প্রশাসকের ডায়াবেটিস খুবই বেশি। বরগুনায় বিশেষজ্ঞ কোনো মেডিসিন চিকিৎসক না থাকায় দ্রুত বরিশাল অথবা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন ডাক্তাররা। বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ে পৌঁছানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক মো. মাহবুবুর রহমান জানান, প্রেসার অনেকটা কমে যাওয়ার কারণে জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পরে কিছুটা সুস্থ হলেও ডায়াবেটিসের মাত্রা বেশি ছিল। বরগুনায় কোনো মেডিসিন কনসালটেন্ট না থাকায় আমরা ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছি।

প্রসঙ্গত, জেলা প্রশাসক হাবিবুর রহমানকে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ২৩ জুলাই নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো বরগুনার অসুস্থ ডিসিকে

আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। বরগুনা সার্কিট হাউস মাঠ থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুষ চন্দ্র দে জানান, তিনি (জেলা প্রশাসক) বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলে দেড়টার দিকে ঘুমান। সকালে ঘুম থেকে না জাগলে ডাকা হয়। তখন কোনো সাড়াশব্দ না দেওয়ায় চিকিৎসককে খবর দেওয়া হয়।

তিনি জানান, জেলা প্রশাসকের ডায়াবেটিস খুবই বেশি। বরগুনায় বিশেষজ্ঞ কোনো মেডিসিন চিকিৎসক না থাকায় দ্রুত বরিশাল অথবা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন ডাক্তাররা। বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ে পৌঁছানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক মো. মাহবুবুর রহমান জানান, প্রেসার অনেকটা কমে যাওয়ার কারণে জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পরে কিছুটা সুস্থ হলেও ডায়াবেটিসের মাত্রা বেশি ছিল। বরগুনায় কোনো মেডিসিন কনসালটেন্ট না থাকায় আমরা ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছি।

প্রসঙ্গত, জেলা প্রশাসক হাবিবুর রহমানকে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ২৩ জুলাই নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।