দাকোপ উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে দাকোপ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ১২ই জুলাই বুধবার সকালে তার নিজস্ব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি রুমান আহম্মেদ, সাধারন সম্পাদক পাপ্পু সাহা, সহ সভাপতি দেবাশীষ বাইন, যুগ্ম সাধারন সম্পাদক রাসেল কাজি, কোষাধ্যক্ষ অরুপ সরকার, দপ্তর সম্পাদক উজ্জ্বল মন্ডল, প্রচার সম্পাদক মাহমুদুল হাছান আলমগীর, সাবেক সভাপতি অনিমেষ বিশ্বাস, সাবেক আহবায়ক রতন মন্ডল, বাকের হোসেন, তপু সরকার, রুদ্রাশীষ বুলুবুল,কৃষ্ণ পদ মন্ডল,মো: রহমাত আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে দাকোপে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন, তাই আপনারা আমাকে খবর দিয়ে সাহায্য করবেন।