ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আসামী গ্রেফতারের দাবিতে হিজলায় গ্রাম পুলিশের মানববন্ধন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • ৫৩ খবরটি দেখা হয়েছে

গ্রাম পুলিশের ওপর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে বরিশালের হিজলা উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যরা মানববন্ধন করেছেন। আজ ১৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে দাঁড়িয়ে ধুলখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য।

মোঃ আক্তার হোসেন জানান, গতমাসে তার এলাকা থেকে পুলিশ আসামী আটক করে সেই ঘটনার জেরে গত মাসের ২৬ জুন রাত ৯ টার দিকে তার ওপর অতর্কিত হামলা চালায় আসামীর পক্ষের লোকজন। তাকে এলোপাথাড়ি মারধর করে বাম হাত ভেঙে দিয়েছে তারা। এরপর তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। একই মাসের ২৮ তারিখ হামলার ঘটনা উল্লেখ করে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি। মামলার এতোদিন পরেও আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তাই দ্রুত আসামী গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজ সকল গ্রাম পুলিশ সদস্যগণ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, গ্রাম পুলিশ সদস্য আক্তার হোসেন হামলার শিকার হওয়ার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ এবং হিজলা থানায় মামলার সকল ব্যবস্থা তার পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।হিজলা থানার আগের ওসির বদলী জনিত কারণে আসামী গ্রেফতারে একটু বিলম্ব হয়ে থাকতে পারে বলে তিনি মনে করছেন।

আসামী গ্রেফতারের ব্যাপারে হিজলা থানার বর্তমান ওসি মোঃ জুবায়ের মোবাইল ফোনে জানান ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ক্ষমা করা হবেনা। জড়িতদের দ্রুত আটক করে শাস্তির আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

আসামী গ্রেফতারের দাবিতে হিজলায় গ্রাম পুলিশের মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

গ্রাম পুলিশের ওপর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে বরিশালের হিজলা উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যরা মানববন্ধন করেছেন। আজ ১৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে দাঁড়িয়ে ধুলখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য।

মোঃ আক্তার হোসেন জানান, গতমাসে তার এলাকা থেকে পুলিশ আসামী আটক করে সেই ঘটনার জেরে গত মাসের ২৬ জুন রাত ৯ টার দিকে তার ওপর অতর্কিত হামলা চালায় আসামীর পক্ষের লোকজন। তাকে এলোপাথাড়ি মারধর করে বাম হাত ভেঙে দিয়েছে তারা। এরপর তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। একই মাসের ২৮ তারিখ হামলার ঘটনা উল্লেখ করে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি। মামলার এতোদিন পরেও আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তাই দ্রুত আসামী গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজ সকল গ্রাম পুলিশ সদস্যগণ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, গ্রাম পুলিশ সদস্য আক্তার হোসেন হামলার শিকার হওয়ার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ এবং হিজলা থানায় মামলার সকল ব্যবস্থা তার পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।হিজলা থানার আগের ওসির বদলী জনিত কারণে আসামী গ্রেফতারে একটু বিলম্ব হয়ে থাকতে পারে বলে তিনি মনে করছেন।

আসামী গ্রেফতারের ব্যাপারে হিজলা থানার বর্তমান ওসি মোঃ জুবায়ের মোবাইল ফোনে জানান ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ক্ষমা করা হবেনা। জড়িতদের দ্রুত আটক করে শাস্তির আওতায় আনা হবে।