ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আমারদেশ – বিজন বেপারী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ৬০ খবরটি দেখা হয়েছে

আমারদেশ
বিজন বেপারী

কদম ফুলের হাসি দেখে
হাসে গাঁয়ের ছেলে,
মালার মতন ঝুলছে থোকায়
কোথায় এমন মেলে?

কাক প্রভাতে লাঙ্গল জোয়াল
গোরু নিয়ে চাষী,
গামলা ভরে ভাত নিয়েছে
জলে ভেজা বাসী।

চৌমাথাতে হাট বসেছে
খোলা আকাশ তায়,
ডানপাশে তার মুদি সবজি
মাছের দোকান বায়।

হাঁটুজলে জেলে ভাইয়া
মাছের পাতে জাল,
শ্রাবণধারায় সুজন মাঝি
বাইছে নৌকা খাল।

পাখপাখালি গান গেয়ে যায়
সকাল দুপুর সাঁঝে,
আমার সোনার বাংলাদেশটা
থাকে হৃদয় মাঝে।

ট্যাগ :
জনপ্রিয়

আমারদেশ – বিজন বেপারী

আপডেট সময় : ০৭:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

আমারদেশ
বিজন বেপারী

কদম ফুলের হাসি দেখে
হাসে গাঁয়ের ছেলে,
মালার মতন ঝুলছে থোকায়
কোথায় এমন মেলে?

কাক প্রভাতে লাঙ্গল জোয়াল
গোরু নিয়ে চাষী,
গামলা ভরে ভাত নিয়েছে
জলে ভেজা বাসী।

চৌমাথাতে হাট বসেছে
খোলা আকাশ তায়,
ডানপাশে তার মুদি সবজি
মাছের দোকান বায়।

হাঁটুজলে জেলে ভাইয়া
মাছের পাতে জাল,
শ্রাবণধারায় সুজন মাঝি
বাইছে নৌকা খাল।

পাখপাখালি গান গেয়ে যায়
সকাল দুপুর সাঁঝে,
আমার সোনার বাংলাদেশটা
থাকে হৃদয় মাঝে।